শুনলাম সেদিন কোন এক যাত্রী মেট্রোরেল এর দরজায় পানির বোতল দিয়ে দরজা বন্ধ হওয়া আটকাতে চেষ্টা করেছিলো। ফলে ঘন্টাখানেক মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো সেদিন। টাকার অংকে ক্ষতির পরিমান ১০-১২ লক্ষ টাকা। আর অপেক্ষমান হাজার হাজার যাত্রীর ক্ষতি কত সেটা নির্ণয় করা সম্ভব না।
কথা হলো সেই ‘বিশিষ্ট’ যাত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে বা আদৌ কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সেটা আমরা জানি না। কথায় বলে বিড়াল মারলে বাসর রাতেই মারতে হয়। এই যাত্রীকে যদি এখনই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় তবে হয়তো এরকম ঘটনা আরো ঘটতে পারে। কেউ হয়তো দেখতে চাইবে ট্র্যাকে কিছু ফেললে কি হয় অথবা ট্রেনের ভিতর বা ষ্টেশনে যে নানারকম সুইচ ইত্যাদি আছে সেগুলো টিপলে কি হয়।
ফেসবুক মন্তব্য