রিফ্লেক্স একশন ধরতে গেলে একেবারেই নাই এখন। যেমন এবার ঘাটাইল গিয়ে একটা অদ্ভুত দর্শন বাহন দেখেছিলাম। দেখতে অনেকটা মিনি ট্রাকের মতো। তবে সামনে ইঞ্জিনের জায়গায় একটা শ্যালো মেশিন বসানো। ভট ভট আওয়াজ করে চলছিলো। আমি এই অদ্ভুত গাড়ী দেখে এতোটাই বিমোহিত হয়েছিলাম যে হাতে থাকা ক্যামেরা দিয়ে ছবি তোলার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম।
তারপর, গতকাল বাসা থেকে বের হওয়ার পরই দেখি এক ব্যাটারী রিক্সা। চালকের মাথায় হলুদ হেলমেট। মোটর সাইকেলের হেলমেট না, শ্রমিকেরা যেসব হেলমেট ব্যবহার করে। আমি হেসে চালক’কে জিজ্ঞাসা করলাম এক্সিডেন্টের ভয়ে না রোদের জন্য। চালকও হেসেই জবাব দিলো দুইটার কাজই চলতেছে। এবারও ছবি তোলার কথা চট করে মাথায় আসে নাই।
কি আর করা। বয়স হচ্ছে, মেনে নিতেই হবে।
ফেসবুক মন্তব্য