শর্টওয়েভ লগ অক্টোবর ২২ (২)

নানা ঝামেলায় গত কয়েকমাস রেডিও তেমন একটা শোনা হয়নি। শুনেছি, হয়তো খবর বা স্থানীয় বেতার কেন্দ্র মানে বাংলাদেশ বেতার। এই মাসের শুরু থেকেই তাই দিনের বিভিন্ন সময় মনিটর করছি বিভিন্ন ষ্টেশন। চেষ্টা করছি বি২২ সিজনের বাংলা অনুষ্ঠানগুলির ফ্রিকোয়েন্সী বের করার। একাজে short-wave.info সাইট এবং স্কাইওয়েভ শিডিউল এপটি বেশ কাজে দিচ্ছে।

দ্বিতীয় সপ্তাহের লগ 

Date UTC kHz Station Language SIO Remarks
Oct 08 0550 14980 Unknown Chinese 444  
Oct 08 0605 15030 All India Radio Arabic 343 Fading
Oct 08 1451 15515 Adventist World Radio English 444  
Oct 08 1456 15710 Adventist World Radio  Chinese 343  
Oct 08 1503 17100 Voice of America  Haosa 333 Fading
Oct 08 1515 17530 Voice of America English 343 Fading
Oct 08 1614 9515 KBS World Radio English  343 Fading
Oct 08 1618 9570 China Radio International English 444  
Oct 09 1115 6195 BBC English 333 Fading
Oct 10 0040 11905 SLBC Bengali 344 Irregular Transmission
Oct 10 0214 11905 SLBC Hindi 444 Irregular Transmission
Oct 10 0622 12080 China National Radio (CNR2) Chinese 444  
Oct 10 0634 9570 Radio Mynma Burmese 444  

এই সপ্তাহে তেমন একটা শোনা হয় নাই, ব্যাক্তিগত ব্যস্ততার কারণে। 
শ্রীলংকায় অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর থেকেই SLBC এর বেতার সম্প্রচার অনিয়মিত হয়ে পড়েছে। কোনদিন শোনা যায় তো পরের দুইদিন হয়তো কোন সম্প্রচার হয় না। রাতের অনুষ্ঠান এখনও মনিটর করার সূযোগ পাই নাই। হয়তো অদূর ভবিষ্যতে চেষ্টা করে দেখবো।

হ্যাপি ডিএক্সইং

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।