ভার্চুয়াল কার্ডে ছিলো ৩০ সেন্টস (US $ 0.30), এই বিশাল এমাউন্ট নিয়ে কি করি তাই চিন্তা করছিলাম। আলি এক্সপ্রেসের সাইটে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখি বীজ বিক্রি হচ্ছে হরেক পদের। অর্কিড এর ১০০ বীজের দাম দেখি ৬ সেন্টস, কোন শিপিং চার্জ নেই। দিলাম অর্ডার করে …
ধারণা ছিলো না এই ৬ সেন্টের জিনিস কেউ পাঠাবে। কিন্তু ঠিকই পাঠিয়েছে। আজ পোষ্ট অফিসের মাধ্যমে হাতে পেলাম।
অর্কিড দেখতে যত ভাল লাগে, আমার এ সম্পর্কে জ্ঞান তত কম। কিভাবে লাগাবো খুজতে গিয়ে দেখি ছোট-মোট একটা ল্যাব দরকার বীজ থেকে চারা গজানোর জন্য)
ফেসবুক মেমরি থেকে (জানুয়ারী ২৪, ২০১৭ ইং)
Photo by John Wiesenfeld on Unsplash
ফেসবুক মন্তব্য