একজনের সাথে ফোনে আলাপ হচ্ছিলো। নানা বিষয়ে কথা হলো। দুটো বিষয় উল্লেখ করছি।
১. ভদ্রলোকের ৩ ছেলে। প্রথমজন প্রাইভেট ইউনিভার্সিটি’তে পড়ে, দ্বিতীয়জন এ লেভেল পরীক্ষা দিবে আর আর তৃতীয়জন ক্লাস সেভেন এ পড়ে। ৩জনই ইংরেজী মাধ্যমের ছাত্র। কথা প্রসঙ্গে বর্তমান বাজার খরচ ইত্যাদি প্রসঙ্গে ও কথা হচ্ছিলো। জানালেন তার ছেলেদের পিছনে মাসে খরচ ৫৫ হাজার টাকা। বাসা ভাড়া সব সহ ৫০ হাজার টাকার মতো। তাহলে বাজার সদাই? তার বাবা কয়েকটি জমি কিনে রেখেছিলেন পানির দামে। তার একটা বিক্রি হয়েছে কোটি টাকা দামে। আপাতত সে টাকা দিয়েই মূলত চলছেন। প্রশ্ন হলো তার বাবার মতো দূরদর্শী বাবা তো সবার নাই। তাদের কি অবস্থা ?
২. কথা প্রসঙ্গে ঘুষ-দূর্নীতির প্রসঙ্গও আসলো। তার মন্তব্য হলো সরকারী কর্মচারীদের বেতন ভাতা যখন বাড়ানো হয়, তখন উচিত ছিলো ঘুষ-দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। সেটা না করায় এবং রাজনৈতিক নেতাদের অবাধ দূর্নীতির খবরে সরকারী কর্মচারীরাও, বিশেষ করে নিচের দিকের কর্মচারীরা বেপরোয়া উঠেছে। সাধারণ কোন কাজ করাতে গেলেও টাকা ছাড়া কথা বলতে চায় না। টাকা দিতে না চাইলে নানা ফ্যাঁকড়া বাঁধায়।
আমি আপাতত নিরুত্তরই থাকলাম।
ফেসবুক মন্তব্য