রাস্তায় কাউকে কোন ঠিকানা জিজ্ঞাসা করলে বেশীরভাগ সময় ভুল পথে যেতে হয়। খূব কম সময়ই আমি সঠিক পথের সন্ধান পেয়েছি অথবা এটলিষ্ট শুনেছি ‘ভাই জানি না’।
সেদিন ভিন্ন রকমের অভিজ্ঞতা হলো। উত্তরা উত্তর মেট্রোষ্টেশনে নেমে বিআরটিসির বাসে উঠেছি। পাশের ভদ্রলোক জিজ্ঞাসা করলেন এই বাস এয়ারপোর্টের দিকে যাবে কিনা। তাকে বললাম তাকে হাউজ বিল্ডিং নেমে রাস্তার উল্টা দিকে যেয়ে এয়ারপোর্ট গামী বাসে উঠতে হবে।
বাস চলছে। ভদ্রলোক কার সাথে যেন আলাপ করছেন ফোনে। তার কথা শেষ হওয়ার পর জিজ্ঞাসা করলাম আপনি আসলে কোন সেক্টরে যাবেন। বললেন তার ভাই এয়ারপোর্টে চাকরি করেন, রাজলক্ষী থেকে তাকে নিয়ে যাবেন। আমি তখন বললাম আপনি তাহলে জমজম টাওয়ার নেমে রিক্সা নিয়ে যেতে পারেন। ভদ্রলোক ধন্যবাদ জানালেন।
বাস আরেকটু গিয়ে থামলো। জানালা দিয়ে সেক্টর ১২ এর সাইনবোর্ড দেখে বললেন আমি তো এখানেও নামতে পারি ১৫ নাম্বার সেক্টরে যেতে চাইলে ?
আমি হেসে দিয়ে বললাম আপনি যদি শুরুতেই বলতেন ১৫ নাম্বার সেক্টরে যাবেন তাহলে এই বাসে উঠার দরকারই ছিলো না। মে্ট্রো থেকে নেমেই রিক্সা নিয়ে সরাসরি ১৫ নাম্বারে যেতে পারতেন। ষ্টেশন ১৫ নাম্বার সেক্টর শেষ বা শুরুতেই ছিলো।
ফেসবুক মন্তব্য