আশে-পাশে এরকম ক্রিয়েটিভ লোকজন থাকলে নিজেরই বিপদ। তাই নিজেই মাঝে-মধ্যে চেক করে দেখুন আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতগুলি সিম নিবন্ধন করা আছে। সেই সাথে সিম ক্রয়ের সময়ও সাবধানতা অবলম্বন করুন।
যে কোন মোবাইল ফোন থেকে ডায়াল করুন *16001#, ফিরতি এসএমএস এ আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪টি সংখ্যা পাঠাতে হবে। সাথে সাথেই জেনে যাবেন আপনার NID / SNID দিয়ে কতগুলি সিম নিবন্ধন করা আছে।
ফেসবুক মন্তব্য