ঘরের সিলিং ফ্যান হঠাৎ করে নষ্ট হয়ে গেলো। কিছুক্ষণ খটখট শব্দ করলো, তারপর স্পিড কমতে কমতে একেবার বন্ধ গেলো। এই বাসায় আসার পর থেকেই এই ফ্যান চলছে। নন ব্র্যান্ড। মাঝে দুই-একবার ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়েছিলো। মোটামুটি ২০ বছরের মতো চললো।
আজ স্থানীয় এক দোকানে খোঁজ নিলাম। নন ব্র্যান্ড ২০০০ টাকা আর ব্র্যান্ড ২৮০০ টাকার মতো দাম। দারাজে নন ব্র্যান্ড ১৭/১৮’শ টাকা। ভাবতেছি এখন কিনবো নাকি শীত আরেকটু জেঁকে বসলে !?!
ফেসবুক মন্তব্য