সকাল আর দুপুর এপেক্স এর স্নিকার্স দেখলাম অনলাইনে। সাধ আর সাধ্যের মধ্যে ২/৩টা পছন্দ ও করলাম। ইচ্ছে ছিলো আগামীকাল হাটতে বের হয়ে একজোড়া কিনে আনবো। এপেক্স এর এক শোরুম আমার হাটার পথেই পড়ে।
আজ বিকালে বের হইছি দারাজের পিকআপ পয়েন্ট থেকে ২টা আইটেম কালেক্ট করার জন্য। পিকআপ পয়েন্টের নিচতলায় আবার লোটো’র শোরুম। জিনিস কালেক্ট করে কি মনে করে ঢুকলাম। ঢুকলাম তো ঢুকলাম, মানে পুরা ফেসে গেলাম। যেই স্নিকারে হাত দেই, সেলস পারসন আর ম্যানেজার সেটাকেই বলে ‘অসাধারন’, ‘কালার দেখছেন, স্যার’, ‘বেশ সফট’, ‘পরে আরাম পাবেন, স্যার’। শেষতক হেসেই ফেললাম। স্নিকারের দাম ৩২৯০ টাকা, আমার বাজেটের চাইতে ৮০০ টাকা বেশী। অবশেষে আরো ২/৩টা স্নিকার পায়ে দিয়ে টেষ্ট করলাম এবং কিনে ফেললাম। সাথে একজোড়া মোজা আর একজোড়া ইনসোল।
মোট খরচ ৩৮৩০ টাকা মাত্র।
ফেসবুক মন্তব্য