সৌদি আরব সম্পর্কে একটা তথ্য খূঁজছিলাম। নানা রকম আর্টিকেল দেখতে দেখতে একটা বিষয় চোখে পড়লো। সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন ইবনে সৌদ। তিনি ছিলেন সৌদি আরব তথা সৌদি রাজতন্ত্রের প্রথম বাদশাহ। তার শাসনকাল ছিলো ১৯৩২ থেকে ১৯৫৩ পর্যন্ত। তার মৃত্যুর পর এক এক করে সৌদি আরবের বাদশাহ হন যথাক্রমে সৌদ, ফয়সল, খালিদ, ফাহাদ, আবদুল্লাহ এবং সালমান। এরা সবাই ইবনে সৌদ এর ছেলে। তবে তাদের মা ভিন্ন। একমাত্র ফাহাদ এবং সালমানের মা একজনই, মানে তারা আপন ভাই। বাকিরা বৈমাত্রেয় ভাই।
বর্তমান বাদশাহ সালমানের পরেই হয়তো সৌদি রাজতন্ত্রের তৃতীয় প্রজন্ম আসবে শাসন ক্ষমতায়।
সূত্র : উইকিপিডিয়া
ফেসবুক মন্তব্য