টাকা বা পণ্য পাবেন এ আশায় বসে না থেকে কাজে নেমে পরেন। থানায় অভিযোগ করেন, আদালতে মামলা করেন। সাজ্জাত হোসেন ভাই এর এই পোষ্ট ফলো করে আগাতে পারেন। প্রয়োজনে একতাবদ্ধ হয়ে কাজ করেন। মনে রাখবেন টাকা কেবল আপনার একার আটকায় নাই। আপনার মতো অসংখ্য ক্রেতা আর বিক্রেতার টাকাও আটকে গেছে। Be Practical !!!
১০০ টাকার জিনিসে যদি ১০ টাকা লাভ হয় কেউ আপনাকে সেটা ১০ টাকা লস দিয়ে ৮০ টাকায় দিবে না। বড়জোর লাভের ৮ টাকা ছেড়ে দিয়ে ৯২ টাকায় দিতে পারে। ক্ষেত্র বিশেষে লাভ না করেও জিনিস বিক্রি করে। কোন আইটেম হয়তো পুরাতন হয়ে গেছে, বাজারে চাহিদা নাই, শুধূ শুধূ গোডাউনের ভাড়া গুনতে হচ্ছে – এসব ক্ষেত্রে সেসব জিনিস লসে ছেড়ে দিয়ে নতুন পণ্য নিয়ে আসে অনেকেই। তবে সেক্ষেত্রে নতুন পণ্য থেকেই হয়তো লস রিকভার করার ব্যবস্থা রাখা হয়।
সময় থাকতে মাটিতে পা রাখুন।
ফেসবুক ষ্ট্যাটাস জুলাই ১৬, ২০২১
ফেসবুক মন্তব্য