এক ডাকাত ধরা পড়ে জেলে গেছে। তার বৃদ্ধ বাবা ছেলেকে চিঠি লিখলো, ‘তুমি এখন জেলে। আমিও বুড়ো হয়ে গেছি। আমাদের জমিটা চাষ করার মতো শক্তি নাই। সামনে হয়তো না খেয়েই মরতে হবে’। ছেলে উত্তর দিলো, ‘ঐ জমি চাষ করার দরকার নাই। আমি ঐ জমিতে কিছু জিনিস লুকায় রাখছি’। নিয়মমোতাবেক যথারীতি জেলারের কাছে গেলো সেই চিঠি। জেলার চিঠি পড়ে মনে করলো ব্যাটা নিশ্চয়ই ডাকাতির সোনা-দানা ঐ জমিতে পুতে রেখেছে।
পরদিন বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুরো জমি খুঁড়ে তন্ন তন্ন করে লুকানো সোনা-দানা খূজলো, কিন্তু কিছুই পেলো না। ছেলে বৃদ্ধ বাবাকে চিঠি দিলো। এখন জমিতে ফসল লাগাও। আমি জেলে বসে আর কিছু করতে পারলাম না।
ঠাকুরগাঁও এ কোন এক ইট ভাটায় শয়ে শয়ে লোকজন মাটি খুঁড়ে সোনার সন্ধান করতেছে। ফেসবুকে ভিডিও দেখে গল্পটা মনে পড়লো।
ফেসবুক মন্তব্য