আজ (আগষ্ট ৩১, ২০২৩) সকালে নাশতা না খেয়েই বাসা থেকে বের হতে হয়েছিলো। কিছু ব্লাড টেষ্ট ছিলো যেগুলো খালি পেটে করতে হবে। তারপর ছিলো এক সরকারী অফিসে কাজ। কাজ শেষে দেখি প্রায় সাড়ে দশটা বাজে।
হাটতে হাটতে চলে এলাম জাফরান রেস্তোরার সামনে। উত্তরাবাসির কাছে এর খূব প্রশংসা শুনেছি। ফুড ব্লগারাও বেশ কিছু ভিডিও তৈরী করেছেন। তাই ভাবলাম আজকের নাশতা এখানে হোক।
অর্ডার দিলাম গরুর কলিজা ভুনা আর পরোটা। খেয়ে উঠে বিল দিলাম ২৩০ টাকা। কলিজা ভুনা ১৮০, ২ পরোটা ৩০ আর পানি ২০ টাকা। খাবারের মান এমন কিছু আহামরি মনে হয় নাই যে আবার খেতে যাওয়ার ইচ্ছে হবে।
পুরাই হাইপড একটি রেস্তোরা।
আর কর্মচারীরা তো এক একজন লাট সাহেব বলা চলে।
ফেসবুক মন্তব্য