একুশে ফেব্রুয়ারী মহান ভাষা শহীদ দিবস, সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছোটবেলায় কয়েকবার আব্বার সাথে সকালে প্রভাত ফেরীতে গিয়েছিলাম মনে পড়ে। সে সময় খালি পায়ে অনেক দুর থেকে হেটে যেতে হতো। এখন অবশ্য খালি পায়ে প্রভাত ফেরী হয় না। কেবল বেদীতে উঠার সময় খালি পায়ে যেতে হয়।
বেশ কয়েক বছর আগে ছবি তোলার জন্য গিয়েছিলাম। কিন্তু প্রচন্ড ভীড় দেখে শহীদ মিনারের কাছে আর যাই নাই। টিএসসি এলাকাতেই ছবি তুলেছিলাম। তবে আগের দিন শহীদ মিনারের আশে-পাশে আলপনা আঁকার ছবি তুলেছিলাম।
এবছর (২০২৪) আবার গেলাম, ছবি তুলতে। শহীদ দিবসের আগের দিনও কিছু ছবি তুলেছি। শহীদ দিবসের দিনও ছবি তুলেছি। মেলায় আগত বাচ্চাদের ছবি নিয়ে এই আয়োজন।
Camera : Nikon Zf
Lens : Nikkor Z 24mm f/2.8 & Viltrox 85mm f/1.8 Z
আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী গানের কথা : আবদুল গাফফার চৌধূরী সুর : শহীদ আলতাফ মাহমুদ
Song Released By OTT Solutions Private Limited On 11th February 2020
ফেসবুক মন্তব্য