কি এক অবসাদে পেয়ে বসেছে। কোন কিছুই করতে ভাল লাগে না। অনেক দিন হয়ে গেলো ব্লগে কোন কিছু লিখছি না। ফটোগ্রাফিও তেমন একটা করা হচ্ছে না। তবে ফটোগ্রাফির কোর্স নিয়মিত করছি। সামনে হাতে কলমে অনুশীলন আছে। আশা করছি ভুলত্রুটি যা আছে, এসব এই অনুশীলন ক্লাসে ঠিক করে নিতে পারবো।
এরমাঝে আবার বাম হাত ভেঙ্গেছিলো। একমাস প্লাষ্টার করা অবস্থায় ছিলো। প্লাষ্টার করা অবস্থায় গোসল করতে পারি নাই ঠিকমতো। কোন কিছু এই হাতে তুলতেও পরি নাই। প্লাষ্টার খোলা হয়েছে। গোসল করার সময় দেখি এই একমামে বাম হাতে তো বটেই, পুরো শরীরে্ই প্রচুর ময়লা জমেছে। পরবর্তী ২ মাস ভারী কিছু এই হাত দিয়ে তোলা নিষেধ। ক্যামেরা ব্যবহার করছি সাবধানে, যাতে এই হাতের উপর চাপ না পরে এমনভাবে। আপাতত এভাবেই চলছে।
নতুন করে আবার লেখাঝোকা শুরু করতে হবে। এবছর বই পড়া তেমন একটা হচ্ছে না। সিনেমা দেখছি, মাঝে মধ্যে। বাইরে ঘোরাঘুরি তো ধরতে গেলে বাদই। গত ২/৩ মাস ধরে হাটাচলাও কম হচ্ছে। ফলাফল ওজন এবং ব্লাড সুগার দুইই বেড়েছে। এই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়।
ফটো ক্রেডিট : গুগল জেমিনি এআই

ফেসবুক মন্তব্য