আমার ক্যামেরা

এই মুহুর্তে ফটোগ্রাফির জন্য আমার মূল ক্যামেরা নাইকন জেডএফ। সাথে কিছু লেন্স আছে। ইউটিউব ভিডিও করার জন্য সাধারণত ডিজেআই অসমো একশন ৪ ক্যামেরাটি ব্যবহার করি। এর বাইরে আমার ডিজেআই অসমো পকেট এবং শাউমি’র একটি একশন ক্যামেরা আছে। যদিও এই ২টি ক্যামেরা এখন খূব একটা ব্যবহার করি না। আর শাউমি রেডমি নোট ৮ এবং রিয়েলমি সি৫৫ মাঝে মধ্যে ভিডিও করা বা টুকটাক ফটো তোলার জন্য ব্যবহার করে থাকি। 

আমার যা যা আছে

  • Nikon Zf
  • Nikkor Z 28mm f/2.8
  • Nikkor MC 105mm f/2.8 S
  • Nikkor 24 – 200mm f/4-6.3
  • Viltrox AF 20mm f/2.8 Z
  • Viltrox AF 85mm f/1.8 Z
  • TTArtisan 50mm f/2 Z (Manual Focus)
  • Fotiga N/Z Converter
  • Non Brand Manual Extension Tube (24mm + 12mm)

ভিডিও করার জন্য

  • DJI Osmo Action 4
  • DJI Osmo Pocket
  • Xiaomi Yi 2k Action Cam

সাউন্ড রেকর্ডিং এর জন্য 

  • DJI Mic 2 Transmitter

ট্রাইপড, মনোপড, লাইট ষ্ট্যান্ড সহ কিছু লাইটিং সেটআপ আছে। 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।