ট্রেন ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়—এটি এক অনন্য অভিজ্ঞতা। জানালার পাশে বসে দূরের সবুজ মাঠ, নদী, পাহাড় আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে সময় যেন থমকে যায়। ট্রেনের ছন্দময় শব্দ, হালকা দুলুনি আর সহযাত্রীদের গল্প—সব মিলিয়ে তৈরি হয় এক ভিন্নরকম অনুভূতি।
বাংলাদেশে ট্রেন ভ্রমণ মানেই প্রকৃতির সঙ্গে গভীর এক সংযোগ। ভোরের কুয়াশা ভেদ করে ছুটে চলা ট্রেন, স্টেশনের চায়ের দোকানের গন্ধ, আর মাঝে মাঝে থেমে যাওয়া ছোট্ট স্টেশনগুলোতে যেন লুকিয়ে থাকে জীবনের নানা গল্প।
প্রতিটি কামরায় ভ্রমণ করে নানা শ্রেণির মানুষ, নানা অনুভূতি। কেউ যাচ্ছেন প্রিয়জনের কাছে, কেউ ফিরছেন কাজ শেষে। এই যাত্রা আমাদের শেখায় ধৈর্য, সংযোগ আর সময়ের মূল্য।
আজকের ব্যস্ত জীবনে ট্রেন ভ্রমণ এনে দেয় এক ধরণের মানসিক প্রশান্তি। প্রযুক্তির যুগে যেখানে সবকিছু দ্রুত, সেখানে ট্রেন আমাদের দেয় ধীরে চলার সুযোগ—নিজেকে খুঁজে পাওয়ার সময়।

বেশ কিছুদিন ধরে ভাবছি, আবার ট্রেন ভ্রমণ শুরু করবো। শেষবার কবে ট্রেনে চড়েছিলাম, তা ঠিক মনে নেই। তবে মনে পড়ে, তানভীর আর সামীর সঙ্গে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত শেষবার গিয়েছিলাম ট্রেনে চড়ে। সাম্প্রতিক সময়ে ইউটিউবে সাদাত ট্রিপসহ অনেকের ট্রেন ভ্রমণের ভিডিও দেখে আমারও তীব্র ইচ্ছে হচ্ছে রেলপথে বেরিয়ে পড়ার। কিন্তু ইচ্ছে থাকলেও বৃষ্টি আর পরিবারের সদস্যদের অসুস্থতা হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় বাধা।
Image Credit : Copilot
ফেসবুক মন্তব্য