ইদানিং ধৈর্য মনে হয় কমে যাচ্ছে। বিশেষ করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সময়। অথচ কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ভাল একটি ছবি পেতে পারতাম কিংবা ভিডিও’টি হয়তো আরেকটু পরিশীলিত হতো। কিন্তু ধৈর্যের অভাবে সে আর হচ্ছে না।
ইদানিং অবশ্য ক্যামেরা নিয়ে বের হতেই ভয় লাগে। চারিদিকে কেবল ছিনতাই এর খবর। সবেধন নীলমণি এই ক্যামেরা আর লেন্স যদি ছিনতাই হয় তো আর নতুন করে কেনার আশা নাই। আবার কোন গ্রুপের সাথে যে ফটোওয়াকে যাবো সে সূযোগও হচ্ছে না। আসলে ইদানিং ফটোওয়াকের সংখ্যাও ব্যাপক কমে গেছে।
আমি অবশ্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফটোগ্রাফি কোর্সে ভর্তি হয়েছি তার অন্যতম কারণ ছবির মান উন্নত করা, সাথে এইসব ফটোওয়াকে যোগ দেয়া। গতকাল ১০ম ব্যাচের আলোকচিত্র প্রদর্শনীতে গিয়েছিলাম। সেখানে দুইজনের সাথে আলাপ হলো। তারা দুইজনই ব্যাপক প্রশংসা করলেন কোর্সের। বিশেষ করে ফটোওয়াকগুলি দারুণ হয় সে কথাও বললেন।
ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। অধীর আগ্রহে অপেক্ষায় আছি।
ইমেজ ক্রেডিট : ChatGPT
ফেসবুক মন্তব্য