অবশেষে নতুন আরেকটা লেন্স নিলাম। Nikkor Z 24 – 200mm f/4-6.3 লেন্স। ভ্যারিয়েবল এপারচার বলে অনেকেই হয়তো এই লেন্সটি এড়িয়ে চলেন। তবে আমি এর আগে 55-200mm F Mount লেন্স ব্যবহার করেছি। লো লাইটে ফোকাসিং এ কিছুটা সমস্যা ছিলো, তবে প্রোপার লাইটে সেটির পারফর্মেন্স খূবই ভাল। সেই চিন্তা থেকেই মূলত এই লেন্সটি কেনা। আর ট্রাভেলিং এর সময় একাধিক লেন্স নিয়ে ঘোরা একটা প্রকট সমস্যা। বার বার লেন্স পরিবর্তন করতে গেলে সেন্সরে ডাষ্ট পড়ে। সেই হিসেবে ২৪-২০০ মিমি আমার জন্য ঠিক আছে।
সেদিন কেনার পরেই বেশ কিছু ছবি তুলেছিলাম। ফলাফল ভালই।
ফেসবুক মন্তব্য