কয়েকদিন আগে একটা নেক ব্যান্ড কিনেছিলাম ডিজেআই অসমো একশন 4 ক্যামেরার জন্য। এই ক্যামেরা কেনার অন্যতম উদ্দেশ্য ছিলো ফটোগ্রাফি করার সময় POV টাইপের ভিডিও করা। মানে আমি ক্যামেরায় ফটো তুলবো, সাথে একশন 4 এ ভিডিও রেকর্ড হতে থাকবে। তারপর ভিডিও এডিটিং এর সময় ফটোগুলো জায়গা মতো সেট করে দিবো। এটাই POV ভিডিও।
আমার দুই হাত তো ফটো তুলতে ব্যস্ত থাকবে। তাহলে একশন 4 রাখবো কই ? এক হলো চেষ্ট মাউন্ট আর এক হলো হেড মাউন্ট। হেড মাউন্ট শুরুতেই বাদ দিলাম। এরপর হলো চেষ্ট মাউন্ট। এটা ব্যবহার করতে একটু কেমন যেন লাগে। মনে হয় সবাই তাকিয়ে আছে।
সেসময় হঠাৎ করেই চোখে পড়লো নেক মাউন্ট বা নেক ব্যান্ড। অনেক চিন্তা ভাবনার পর এটাই কিনে ফেললাম। তারপর সেদিন সূযোগ পেয়ে ব্যবহার করলাম। গলায় ঝোলানোর পর একটু অড লাগছিলো, কিন্তু তারপরও রেকর্ড চালিয়ে গেলাম। ভিডিও খারাপ আসে নাই। একশন ক্যামেরা হাতে নিয়ে হেটে ভিডিও করলে যে হালকা দোলুনি দেখা যায়, সেটি ছিলো। তবে মূল কথা হলো আমার হাত দুটি ফ্রি ছিলো।
আশা করি পরের বার একটা POV টাইপ ভিডিও করবো।
ফেসবুক মন্তব্য