আমার ডেস্কটপ পিসি বেশ কয়েক বছরের পুরাতন। মাঝে মধ্যে টুকটাক সমস্যা করে। ছবি এডিটিং নিয়ে বড় কোন সমস্যা না থাকলেও ৪কে ভিডিও এডিটিং নিয়ে সমস্যায় পড়তে হয় মাঝে মধ্যেই। আর ৪কে ভিডিও এর কারণে আমার ষ্টোরেজ এ স্থানাভাব দেখা যাচ্ছে ইদানিং। তাই আপগ্রেড জরুরী। গতকাল চ্যাটজিপিটিকে বলেছিলাম আমার জন্য একটি পিসি বিল্ড তৈরী করে দিতে। প্রথমে বলেছিলাম রাইজেন ৫ ৫৬০০ দিয়ে পরে বললাম রাইজেন ৭ ৭৭০০ দিয়ে তৈরী করতে। বাজেট বলেছিলাম ১,৫০,০০০.০০ টাকা।

নিচে একটি সম্ভাব্য নির্বাচিত কম্বিনেশন, যেটি বাজেট ও পারফরম্যান্সের দিক থেকে ভালো হবে:
অংশ | নির্বাচন | কারণ / মন্তব্য |
---|---|---|
CPU | AMD Ryzen 7 7700 | 8 কোর / 16 থ্রেড, 4K ভিডিও এডিটিং ও রেন্ডারে ভালো পারফর্মেন্স |
Motherboard | MSI B650 GAMING PLUS WIFI | WiFi সহ, AM5 এবং B650 ফিচার সহ — ভালো ব্যালান্স |
GPU | ZOTAC RTX 4060 8GB | ভালো মূল্য ও পারফরম্যান্স সহ GPU; NVENC সাপোর্ট |
RAM | 32GB (2×16) DDR5 (6000MHz বা কাছাকাছি) | 4K টাইমলাইন ও মাল্টি অ্যাপ ব্যবহারে পর্যাপ্ত |
Primary Storage | 1TB PCIe NVMe SSD (PCIe 4.0) | দ্রুত প্রজেক্ট লোড ও কাচ ফাইল |
Media Storage | 2TB SATA SSD বা HDD | বড় ফাইলগুলোর জন্য |
PSU | 650W 80+ Gold | স্থিতিশীল পাওয়ার সরবরাহ ও ভবিষ্যৎ আপগ্রেডের সুবিধা |
Case | Mid-Tower, ভালো এয়ারফ্লো | ঠাণ্ডা পরিবেশ বজায় রাখার জন্য |
CPU Cooler | সাড়ে ১০ হাজারের মধ্যে ভালো এয়ার কুলার | Ryzen 7-কে ঠিকভাবে ঠাণ্ডা রাখার জন্য |
সম্ভাব্য খরচ
-
CPU: ~৳29,000
-
Motherboard: ~৳22,500
-
GPU: ~৳38,700
-
RAM: ~৳13,000 (প্রস্তাবিত DDR5 32GB)
-
Primary SSD: ~৳12,000
-
Media Storage: ~৳6,000
-
PSU: ~৳9,000
-
Case: ~৳6,000
-
CPU Cooler: ~৳3,500
মোট আনুমানিক খরচ: ~ ৳1,40,700
এবার আমার খোঁজ নেয়ার পালা। কোথায় কোন জিনিস পাওয়া যাবে, কোন পরিবর্তন করা লাগবে কিনা। কোন কম্পোনেন্ট বদলিয়ে খরচ কিছুটা কমানো যায় কিনা এসব নিয়েও ভাবতে হবে।
ফটো ক্রেডিট : Gemini
ফেসবুক মন্তব্য