প্যানিং ট্রাই করেছিলাম অনেক আগে, তবে খূব একটা সূবিধা করতে পারি নাই। ইদানিং Alan Schaller এর ভিডিও দেখছি ইউটিউবে। অনেক কিছু শিখতে পারছি। তারই একটি ভিডিও দেখে ২টি টিপস পেলাম। সে ২টি টিপস এখানে লিখে রাখলাম ভবিষ্যতের জন্য।
১ম টিপস : হেটে চলা মানুষের উপর প্যানিং করতে চাইলে শাটার ষ্পিড রাখতে হবে ১/১২ সেকেন্ড
২য় টিপস : সাইকেল আরোহীর উপর প্যানিং করতে চাইলে শাটার স্পিড রাখতে হবে ১/৩০ সেকেন্ড
এভাবে আরো দ্রুত যানবাহনের জন্য শাটার স্পিড আরো দ্রুত করতে হবে। Alan Schaller সেই ভিডিও পাবেন এই লিংকে ।
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য