যদিও বলছি প্রথম লঞ্চ ভ্রমণ, আসলে এর আগে ২/৩ বার ছোট লঞ্চে অল্প দূরত্বে ভ্রমণ করেছি। যেমন বুড়িগঙ্গা সেতু হওয়ার আগে কেরানীগঞ্জ পর্যন্ত ছোট ছোট লঞ্চ চলাচল করতো। ফেরীও ছিলো। আর নৌকা তখনও ছিলো এখনও আছে এই রুটে। লঞ্চগুলো ছিলো একতলা। এই পথে লঞ্চ এবং ফেরীতে পার হয়েছি। কোন একবার সদরঘাটে ফটোওয়াকে গিয়ে আমরা পাগলা পর্যন্ত গিয়েছিলাম এরকম ছোট একটি লঞ্চে। এই সার্ভিসটিও এখন আর নাই।
তবে বড় লঞ্চে এটি ছিলো আমার পূর্নাঙ্গ ভ্রমণ। আমরা যাচ্ছিলাম চাঁদপুর, ফটোওয়াকে। আয়োজক ছিলো নাইকন ফ্যানক্লাব বাংলাদেশ। দিনটি ছিলো শুক্রবার আর তারিখ ছিলো ২১শে জুলাই ২০২৩ সাল।
আমরা মূলতঃ গিয়েছিলাম ফটোওয়াকে। ছবি তোলাই ছিলো মূখ্য উদ্দেশ্য। আমি ছবি তোলার ফাঁকে ফাঁকে টুকটাক ভিডিও করছিলাম। কিন্তু একই সাথে ছবি তোলা এবং ভিডিও করা বেশ কঠিন কাজ। কোনটাই ঠিকমতো করা যায় না।
ভিডিও’র শুরুতে যে লঞ্চটি দেখেছিলেন সেটি এম ভি ফারহান ৮ লঞ্চ। ঢাকা থেকে যায় ইলিশা। এরকম ছোট বড় লঞ্চ চোখে পড়ছিলো, যদিও বড় লঞ্চগুলি বেশীর ভাগ চলাচল করে রাতে। বরিশাল,পটুয়াখালি এসব রুটে। দিনের বেলা চাঁদপুর, মুন্সিগঞ্জ এসব রুটে লঞ্চ চলাচল করে।
যাত্রাপথে প্রচুর ইটভাটা চোখে পড়ছিলো। যদিও ইট তৈরীর মওসুম শেষ হয়েছে আগেই। এখন কেবল বিক্রি। একজনের কাছ থেকে জানলাম জায়গাটি গজারিয়া।
কোন একটি নদীবন্দর, সাথে ফেরীঘাটও আছে। ঢাকার আশেপাশে নদীর পাশে বেশ কিছু ডকইয়ার্ড আছে। যেখানে বিভিন্ন ধরণের নৌযান তৈরী এবং মেরামত করা হয়।
পথে একটি ফেরীর দেখা পাওয়া গেলো। বিভিন্ন যানবাহন এবং মানুষজন নিয়ে একপাড় থেকে আরেক পাড়ে যাচ্ছে। সড়ক এবং ব্রীজ তৈরীর ফলে এইসব ফেরী সার্ভিস এখন বেশ কমে আসছে। তবে আমার কাছে নৌকা বা লঞ্চের চাইতে ফেরী অনেক বেশী ভাল লাগে। এটি বেশ নিরাপদও।
নদীর এই অংশে পুরোই গ্রাম। ছোট ছোট বাড়ীঘর দেখা যাচ্ছে। আর আছে গাছপালা। মাঝে মধ্যে হয়তো ছোট নৌকা চোখে পড়ে।
ইট বা বালু নিয়ে যাচ্ছে এই নৌযানটি। এর নাম বাল্কহেড। আকারে ছোট দেখা গেলেও এগুলো কিন্ত বিশাল সাইজের। ইট / বালুর ওজনের কারণে বেশীরভাগ অংশ পানির নিচে। নদীপথে দূর্ঘটনার অন্যতম কারণ এই বাল্কহেড। ইঞ্জিন ছাড়া আর কোন আধূনিক যন্ত্রপাতি থাকে না। ওজনের কারণে সহসাই হয়তো বামে ডানে সরতে পারে না।
এই ভ্রমণটি বেশ ভাল ছিলো। অনেকের সাথে দেখা হয়েছে, নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে। সাথে কিছু অভিজ্ঞতাও হয়েছে। যেমন এরকম ভ্রমণে অবশ্যই ফুলহাতা শার্ট বা টিশার্ট পড়া উচিত, সাথে হ্যাট। লম্বা সময় রোদে থাকলে সানবার্ণ নির্ঘাত। যদিও বাতাসের কারণে গরম তেমন একটা লাগে না।
ফেসবুক মন্তব্য