আবারও ক্যামেরা নিয়ে বের হতে চাইছি। হাত এখন অনেকটাই ভাল, যদিও ভারী জিনিস হাতে তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা এখনও আছে। তারপরও আবার ছবি তুলতে বের হবো।
তবে ভিডিও নিয়ে একটু চিন্তায় আছি। সমস্যা হলো ভিডিও করতে গেলে ফটোগ্রাফি হয় না। আবার ফটোগ্রাফি করতে গেলে ভিডিও করাও হয় না। অবশ্য ভিডিও করার ক্ষেত্রে আমি এখনও শিশুতোষ পর্যায়ে আছি বলা চলে। ঠিকমতো শট নিতে পারি না, সেগুলো এডিও করতে পারি না সেরকম ভাবে।
আপাতত তাই ফটোগ্রাফির দিকেই বেশী নজর দিতে চাই। সব কিছু একসাথে করতে চাইলে আসলে কোন কিছুই ঠিকমতো হয় না।

ফেসবুক মন্তব্য