আমি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করছি ২০১০/১১ সাল থেকে। কিনেছিলাম নাইকন ডি৩০০০ ক্যামেরা। ২০১৭ সালে কিনি নাইকন ডি৭১০০ ক্যামেরা আর ২০২৪ সালে কিনি ফুলফ্রেম – নাইকন জেডএফ, মিররলেস ক্যামেরা। কিন্তু ঘটনা হলো গত ১৫ বছরে আমি কোন ফটোগ্রাফি কোর্স করি নাই। কয়েকবার ভর্তি হতে চেয়েছি, কিন্তু সার্বিক অবস্থা আমার অনুকুলে ছিলো না। মো রফিকুল ইসলাম স্যারের লেখা ২টি বই আর অগনিত ইউটিউব ভিডিও আমার ফটোগ্রাফির পথ প্রদর্শক ছিলো।
অতঃপর এই বছরে এসে মনে হলো ফটোগ্রাফি কোর্স এবার করাই যায়। আমার মনে হয় ক্যামেরার খুটিনাটি কম-বেশী বুঝি, কিন্তু কোথাও মনে হয় গ্যাপ থেকে গেছে। যেমন – কম্পোজিশন, ফ্রেমিং, এঙ্গেল এবং সর্বোপরি লাইটিং নিয়ে অনেক কিছু জানা বাকি। আর ফটোগ্রাফির শৈল্পিব দিক নিয়েও ঘাটতি রয়ে গেছে। আর ইদানিং একা একা ক্যামেরা নিয়ে বের হতে ভয়ই লাগে, একটা গ্রুপের সাথে নিয়মিত ফটোওয়াক করতে পারলে বেশ হবে।
অবশেষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফটোগ্রাফি কোর্স এর ১১তম আবর্তনে ভর্তি হয়েছি। কোর্স ফি ৩০০০ টাকা। ভর্তি হওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ৩০শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। বিস্তারিক নিচের ফটো কার্ডে

ফেসবুক মন্তব্য