ইউটিউবে প্রচুর ফটোগ্রাফি বিষয়ক ভিডিও দেখি। সেখানে থেকে প্রচুর টিপস পাই। কিন্তু প্রয়োজনের সময় আর কিছু খেয়াল থাকে না। তাই ভাবলাম যখন যে টিপস পাবো সেগুলো পোষ্ট করে রাখবো এই ব্লগে। প্রয়োজনের সময় হয়তো সহজেই খূঁজে পাওয়া যাবে। আজকের টিপস নাইট ফটোগ্রাফি নিয়ে। এই টিপসটি পেয়েছি Alan Schaller এর একটি ভিডিও থেকে।
ক্যামেরা সেটিংস
Night Photography Settings (monochrome)
Auto ISO Set to Max 6400
Aperture Priority with shutter speed no lower than 1/125
Exposure Compensation set to -2
Alan Schaller ব্যবহার করেন Leica M ক্যামেরা, যা কেবল মনোক্রম (সাদা-কালো) ছবি তোলার জন্য।
ভিডিও লিংক : ইউটিউব
Alan Schaller এর ৫৩০টি ফটোর কালেকশন : ভিডিও লিংক
ফটো ক্রেডিট : গুগল জেমিনি
ফেসবুক মন্তব্য