ফটোগ্রাফি টিপস

ইউটিউবে প্রচুর ফটোগ্রাফি বিষয়ক ভিডিও দেখি। সেখানে থেকে প্রচুর টিপস পাই। কিন্তু প্রয়োজনের সময় আর কিছু খেয়াল থাকে না। তাই ভাবলাম যখন যে টিপস পাবো সেগুলো পোষ্ট করে রাখবো এই ব্লগে। প্রয়োজনের সময় হয়তো সহজেই খূঁজে পাওয়া যাবে। আজকের টিপস ডিজেআই ওসমো একশন ৪ এর নাইট ফটোগ্রাফি নিয়ে। এই টিপসটি পেয়েছি Great Day For A Hike এর একটি ভিডিও থেকে। 

লো লাইট সেটিংস (ডিজেআই অসমো একশন ৪)

  •  Resolution : 4k 4:3 
  • 25 FPS
  • Stabilization : Off  

 

প্রো সেটিংস

  • Exposure : Manual Mode
  • Shutter Speed : 1/50 sec
  • ISO : 800
  • White Balance : 4000k (3200 – 4000)
  • Color Profile : D-Log-M
  • FOV : Wide
  • Image Adjustment : Custom
  • Sharpness : – 2
  • Noise Reduction : – 2

নোটস : এই সেটিংস গুলিতে Gyro Data পাওয়া যায়। পরবর্তীতে Gyroflow সফটওয়্যার দিয়ে ভিডিও কিছুটা ষ্ট্যাবল করা যায়। 
Video 2.7k / 4k (4:3) 24-60 fps
Video 2.7k / 4k (16:9) 100-120 fps 

এই বিষয়ে আরো কিছু ভিডিও / টিপস আছে, সেগুলি পরে কোন একসময় শেয়ার করবো।

 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।