বাংলাদেশে সবচেয়ে প্রফিটেবল ব্যবসা মনে হয় বাটপারি / প্রতারণা। কারণ প্রচুর মানুষজন প্রতারিত হওয়ার জন্য মুখিয়ে আছে। এই সকল প্রতারিত ব্যক্তির একটা বড় অংশ কোন কাজ না করে মুফতে টাকা কামানোর ধান্দায় থাকে। সোজা বাংলায় এরা প্রচন্ড রকমের লোভি। এদেরকে টার্গেট করে বাটপার / প্রতারকরা ফাঁদ পাতে এবং সফল হয়। এ বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ মনে হয় ডেসটিনি এবং অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। আরেক বাটপার কোম্পানি হলো ইভ্যালি। আরেকদল আছে যারা বিভিন্ন অনলাইন শপের মাধ্যমে প্রতারণা করে। জিনিস দেখায় একটা, পাঠায় আরেকটা।
ফেসবুকেও প্রচুর বাটপার আছে। এদের কিছু অংশ নিজের দূর্দশা-দূর্গতির (মিথ্যা) চিত্র তুলে ধরে সাহায্য সহযোগিতা চায়। অনেকেই তাদের সাহায্য করেন আর্থিকভাবে। আবার আরেক দল আছে প্রেমের ফাঁদ পাতে। তারপর নানা কায়দায় অর্থ আদায় করে। আবার এই কাজ যে শুধূ ছেলেরাই করে তা না, মেয়েরাও করে তবে সংখ্যায় কম। মেয়েদের কাজ হলো প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন উপহার সামগ্রী আদায় করা। অনেক সময় আবার সেসব উপহার সামগ্রী কাস্টমস থেকে ছাড়ানোর নাম করে আবার টাকা আদায় করা। অনেকে আবার বিয়ে করে উচ্চ মোহরানা নিয়ে। তারপর যৌতুকের অভিযোগে আরেক দফা টাকা আদায়। অতঃপর ছাড়াছাড়ি।
ইদানিং মনে হচ্ছে কেবল রাজনীতিবিদ বা সরকারী কর্মচারিঘণ দূর্নীতিগ্রস্ত না, আমাদের পুরো জাতির মন-মানসিকতাও দূর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এটি খূব একটি সূখকর অনুধাবন না।
ফেসবুক মন্তব্য