বাটপার

বাংলাদেশে সবচেয়ে প্রফিটেবল ব্যবসা মনে হয় বাটপারি / প্রতারণা। কারণ প্রচুর মানুষজন প্রতারিত হওয়ার জন্য মুখিয়ে আছে। এই সকল প্রতারিত ব্যক্তির একটা বড় অংশ কোন কাজ না করে মুফতে টাকা কামানোর ধান্দায় থাকে। সোজা বাংলায় এরা প্রচন্ড রকমের লোভি। এদেরকে টার্গেট করে বাটপার / প্রতারকরা ফাঁদ পাতে এবং সফল হয়। এ বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ মনে হয় ডেসটিনি এবং অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। আরেক বাটপার কোম্পানি হলো ইভ্যালি। আরেকদল আছে যারা বিভিন্ন অনলাইন শপের মাধ্যমে প্রতারণা করে। জিনিস দেখায় একটা, পাঠায় আরেকটা।

ফেসবুকেও প্রচুর বাটপার আছে। এদের কিছু অংশ নিজের দূর্দশা-দূর্গতির (মিথ্যা) চিত্র তুলে ধরে সাহায্য সহযোগিতা চায়। অনেকেই তাদের সাহায্য করেন আর্থিকভাবে। আবার আরেক দল আছে প্রেমের ফাঁদ পাতে। তারপর নানা কায়দায় অর্থ আদায় করে। আবার এই কাজ যে শুধূ ছেলেরাই করে তা না, মেয়েরাও করে তবে সংখ্যায় কম। মেয়েদের কাজ হলো প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন উপহার সামগ্রী আদায় করা। অনেক সময় আবার সেসব উপহার সামগ্রী কাস্টমস থেকে ছাড়ানোর নাম করে আবার টাকা আদায় করা। অনেকে আবার বিয়ে করে উচ্চ মোহরানা নিয়ে। তারপর যৌতুকের অভিযোগে আরেক দফা টাকা আদায়। অতঃপর ছাড়াছাড়ি।

ইদানিং মনে হচ্ছে কেবল রাজনীতিবিদ বা সরকারী কর্মচারিঘণ দূর্নীতিগ্রস্ত না, আমাদের পুরো জাতির মন-মানসিকতাও দূর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এটি খূব একটি সূখকর অনুধাবন না।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।