গতকাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ গিয়েছিলাম বেঙ্গল শিল্পালয়ে, শতবর্ষের সুলতান প্রদর্শনী দেখতে। গিয়ে শুনি ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। ব্যাগ সিকিউরিটি কাউন্টারে রেখে আসতে হবে। মোবাইলে ছবি তোলা যাবে, তবে ভিডিও করা যাবে না। কি আর করা। প্রদর্শনী দেখলাম। কিছু ছবি তুললাম।
এরপর হাটতে হাটতে সংসদ ভবনের সামনে। টুকটাক ছবি তুলছি। হঠাৎ করেই চোখে পড়লো ‘মুংডি’ ফুডকার্ট। এই ফুডকার্টের কথা আগেই জেনেছিলাম। আজ ট্রাই করলাম ষ্পেশাল মুংডি, চিকেন এ ডিম সহযোগে। পরে রোজেলা চা। সব মিলিয়ে দাম নিলো ১২০ টাকা। মুংডি আগেও খেয়েছিলাম ‘টেষ্ট অফ হিলস’ এ। এটা মূলত স্যুপ নুডলস। নুডলস এর সাথে শাক / পাতা, চিকেন / ডিম এবং কিছু মশলা মিশিয়ে তৈরী করা হয়। আমার কাছে অবশ্য ‘টেষ্ট অফ হিলস’ এর মুংডি অপেক্ষাকৃত ভাল লেগেছিলো। বাই দ্য ওয়ে, টেষ্ট অফ হিলস উত্তরাতেই, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উল্টা দিকে (সেক্টর ১৩, রোড ১৪)।
মুংডি ট্রাই করার পর ভাবলাম রোজেলা টি ট্রাই করি। চিনি দিতে মানা করায় জানালো স্বাদ কিন্তু টক। বললাম সমস্যা নাই। চা খাওয়ার পর জানতে চাইলাম এটা কি কোন গাছের পাতা (চা ও গাছের পাতা), উত্তরে জানালো কোন একটা গাছের ফল। সব মিলিয়ে ভালই।
ফেসবুক মন্তব্য