রাস্পবেরি পাই

এই ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার সম্পর্কে জানতে পারি কয়েক বছর আগে। তখন থেকেই মনে মনে ভাবছিলাম একটা কিনবো। কিন্তু দেখা গেলো এই রাস্পবেরি পাই কেনার আগেই আমি রিমিক্স মিনি এন্ড্রয়েড পিসি কিনি। বাসায় বাচ্চারা কেউ এসে কম্পিউটারে হামলা করলে তাদের এই মিনি পিসি চালু করে দিতাম। আমার মূল উইন্ডোজ ডেস্কটপ পিসিতে নিজের ক্যামেরায় তোলা ছবি, প্রচুর ইবুক আর নানা বিষয়ের টিউটোরিয়াল আছে। বিশেষ করে ছবিগুলো জন্য মায়া বেশী, বাচ্চা পোলাপান না বুঝে নষ্ট করলে কিছুই করার থাকবে না।

অবশেষে এই মাসের শুরুতে ব্যাকপ্যাকে অর্ডার করি রাস্পবেরি পাই, সাথে একটা কেসিং সহ ৩.৫ ইঞ্চি এলসিডি মনিটর। তবে এই এলসিডি মনিটর কেনাটা বোকামি হয়েছে। ঠিক কাজ করার উপযোগী না, ঠেকা বেঠেকায় অন-অফ করা আর কোন প্রোগ্রাম রান করানো ছাড়া আর কিছু করা যাবে বলে মনে হচ্ছে না।

অর্ডার করার পর থেকেই ইউটিউব আর বিভিন্ন ওয়েব সাইটে টিউটোরিয়াল দেখছিলাম। আমার অবম্য বিশাল কিছু করার প্ল্যান নেই। আমি মূলতঃ সফটওয়্যার ডিফাইন্ড রেডিও এর ব্যাপারে আগ্রহী। আরটিএল ডঙ্গল আগেই কেনা ছিলো, এখন শুধূ হাতে কলমে দেখতে হবে। ছোট একটা মিডিয়া সার্ভার এবং ওয়েদার ষ্টেশন তৈরীর ইচ্ছেও আছে।

রাস্পবেরি পাই হাতে আসার পর ইউটিউব ভিডিও আর টিউটোরিয়াল নিয়ে বসলাম। অপারেটিং সিস্টেম ইনষ্টল করা তেমন কঠিন কিছু ছিলো না। খূব সহজেই হয়ে গেলো। এরপর আসলো এলসিডি মনিটরের জন্য ড্রাইভার ইনষ্টলের কাজ। সেটাও প্রায় নির্বিঘ্নেই হয়ে গেলো। এরপর ? ঘাপলাটা হলো রাস্পবেরি পাই এ কোন এলসিডি মনিটর যা GPIO ব্যবহার করে, লাগালে এইচডিএমআই অফ হয়ে যায়। গুগলে খোজ নিতেই দেখা গেলো একই সাথে এইচডিএমআই আর এলসিডি স্ক্রিণ ব্যবহার করা যায়, কিন্তু সেই প্রক্রিয়া বুঝা আমার জন্য একটু কঠিনই বটে। তাই আপাতত এইচডিএমআই দিয়েই বড় মনিটরে দেখছি।

দ্বিতীয় কাজ ছিলো ডেস্কটপ বা ল্যাপটপ থেকে রাস্পবেরি পাই একসেস করা, যাতে কোন রকম মনিটর / কিবোর্ড ছাড়াও রাস্পবেরি পাই ব্যবহার করা যায়। প্রচুর ভিডিও আর টিউটোরিয়াল দেখার পরও কাজটা আর করতে পারছিলাম। যতোবারই ল্যাপটপ থেকে ঢুকতে চাই ততোবারই কানেকশন রিফিউড দেখায়। এতো জটিল করে সব বর্ণনা করা হয়েছে যে কোন তলই খূজে পাচ্ছিলাম না। ভিডিও / অনলাইন টিউটোরিয়াল দেখে ষ্টেপ বাই করেও কোন লাভ হচ্ছিলো না। শেষ পর্যন্ত কেবল SSH সার্ভিস এনেবল করে খূব সহজেই হয়ে গেলো। দু’টো দিন কেবল বেগার খাটলাম।  খূবই সোজা কাজ, শুধূ শুধূ জটিল করে রেখেছিলো।

তবে এখানেও সমস্যা আছে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে রাস্পবেরি পাই একসেস করে কমান্ড প্রম্পটে কাজ করা খূব ই সহজ। কিন্তু GUI কাজ করতে গেলে প্রচন্ড রকম স্লো হয়ে যায়। ভিডিও দেখতে গেলে মনে হয় ফ্রেম বাই ফ্রেম আসে। তবে কমান্ড প্রম্পটে কাজ করার মতো বিদ্যা এখনও আয়ত্ব করতে পারি নাই। কেবল টুকটাক প্রোগ্রাম ইন্সষ্টল করা, চালু করা, রিমূভ করা, আপডেট, আপগ্রেট করা এসবই পারি। আর কিছু না।

আজ আপাতত এই পর্যন্তই। কিভাবে কি করছি সেবিষয়ে ভবিষ্যতে অন্য কোনদিন।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।