ষ্ট্রীট ফটোগ্রাফি করতে চাই, কিন্তু পারি না। এর অন্যতম কারণ ধৈর্য খূব কম ইদানিং। কোন জায়গায় গেলে ২/৩ মিনিট দেখে টপাটপ শাটার টিপে আরেক দিকে চলে যাই। ফলাফল যা হয় সেগুলো random snapshot ছাড়া আর কিছু না। আবার কম্পোজিশন / ফ্রেমিং নিয়েও দূর্বলতা আছে। লাইটিং নিয়ে তো মাথাই ঘামাই না বলতে গেলে। চলে আসার পর পিসি’তে ছবিগুলো যখন দেখি তখন মনে হয় এই ছবিটা আসলে এমনভাবে তোলা দরকার ছিলো।
ঢাকায় বা বাংলাদেশে ষ্ট্রীট ফটোগ্রাফি আমার মতে একটু কঠিনই। এতো মানুষজন আর যানবাহন যে মিনিমালিষ্ট টাইপের কিছু শট নেয়া বেশ সমস্যার। আবার বেশীক্ষণ দাঁড়াতে গেলে বার বার মনে হতে থাকে এই বুঝি ক্যামেরা / ব্যাগ নিয়ে কেউ টান দিলো।
আপাতত তাই একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি হয়েছি। বিশ্বসাহিত্য কেন্দ্রের ১১তম ফটোগ্রাফি কোর্স। অক্টোবর থেকে ক্লাস শুরু। কম্পোজিশন / ফ্রেমিং / লাইটিং বিষয়ে আরেকটু উন্নতি করার আশা করি। সেই সাথে ফটোওয়াকের বিষয়টিও মাথায় আছে। সবার সাথে থাকলে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।
এই ছবিটা তুলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে।
ফেসবুক মন্তব্য