গত কয় মাসে সঞ্চয়পত্রের কোন টাকা সঞ্চয় হয় নাই। বরং ব্যাংকের টাকা কিছুটা কমেছে। মাঝে আব্বার হাসপাতাল খরচ, ঔষধ, ডায়পার সহ অন্যান্য টুকিটাকি তো আছেই। হিসাব করে দেখলাম এর সাথে যোগ হয়েছে অনলাইনে অহেতুক কিছু কেনাকাটা, যা না কিনলে তেমন কোন ক্ষতি হতো না। এর মধ্যে আবার প্রায় ১৫ হাজার টাকা দামের এক ৩ডি প্রিন্টার অর্ডার করেছি। শেষ পর্যন্ত এটা দিয়ে কি করবো, এখনও ভেবে কুলিয়ে উঠতে পারি নাই। অথচ বিদ্যুৎ গেলেই মনে হয় একটা ইউপিএস কেনা লাগবে অথচ ৫/৬ হাজার টাকা দামের এই প্রয়োজনীয় জিনিস৬টি আজো কেনা হলো না।