হ-য-ব-র-ল (৯)

রাস্তার কুকুরের কথা মনে হলে কোন এক টিভি চ্যানেলের এক রিপোর্টের কথা মনে পরে। শীতকালে ফুটপাতে থাকা বালক আর কিশোরেরা রাস্তার কুকুরকে জড়িয়ে ধরে ঘুমাতো সামান্য একটু উষ্ণতার আশায়। এক বালকের কথা এখনও কানে বাজে “আইতে না চাইলে আঙ্গাইয়া নিয়া আহি”, রিপোর্টে দেখানোও হয়েছিলো এক অনিচ্ছুক কুকুরকে কয়েকজন মিলে চ্যাংদোলা করে নিয়ে যেতে।

ধোঁকা

এখন সমস্যা হলো ডাউনলোড করতে গেলে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় আর ডাউনলোড স্পিড কমতে কমতে ১৫/১৬ কেবিপিএস এ নেমে আসে। এরকম পরিস্থিতিতে আগে কখনই পরি নাই। আগেও এরকম কিছু সফটওয়্যার / এপ কিনে ডাউনলোড করেছি। কখনও ডাউনলোড বন্ধ হয় নাই। মনে হচ্ছে কোম্পানি ৩০ ডলারে জিনিস বিক্রি করে সার্ভারে কোন কারসাজি করে রেখেছে যাতে তেমন কিছু ডাউনলোড করা না যায়। ভাবটাই এমন যে আমি তো দিচ্ছিই, তুমি নিতে না পারলে আমার কি !!!

সঞ্চয়পত্র

সিদ্ধান্তহীনতা

গত কয় মাসে সঞ্চয়পত্রের কোন টাকা সঞ্চয় হয় নাই। বরং ব্যাংকের টাকা কিছুটা কমেছে। মাঝে আব্বার হাসপাতাল খরচ, ঔষধ, ডায়পার সহ অন্যান্য টুকিটাকি তো আছেই। হিসাব করে দেখলাম এর সাথে যোগ হয়েছে অনলাইনে অহেতুক কিছু কেনাকাটা, যা না কিনলে তেমন কোন ক্ষতি হতো না। এর মধ্যে আবার প্রায় ১৫ হাজার টাকা দামের এক ৩ডি প্রিন্টার অর্ডার করেছি। শেষ পর্যন্ত এটা দিয়ে কি করবো, এখনও ভেবে কুলিয়ে উঠতে পারি নাই। অথচ বিদ্যুৎ গেলেই মনে হয় একটা ইউপিএস কেনা লাগবে অথচ ৫/৬ হাজার টাকা দামের এই প্রয়োজনীয় জিনিস৬টি আজো কেনা হলো না।

চিন্তা এবং ভাবনা

একজনের সাথে ব্যাংকিং সার্ভিস নিয়ে কথা হচ্ছিলো। ভদ্রলোক কোন এক ব্যাংকের সঞ্চয় হিসাবের  ডেবিট কার্ড এবং এসএমএস এলার্টের বাৎসরিক খরচ নিয়ে খূবই নাখোশ। তার ভাষায় এসব ব্যাংকে টাকা রাখলে টাকা পরে আর খূজে পাওয়া যাবে না। থরচ কাটতে কাটতেই শেষ হয়ে যাবে সব টাকা। তার কথা কিছুটা সত্য। একটা নির্দিষ্ট পরিমানের নিচে টাকা রাখলে প্রতি বছর টাকা কাটার পর মূল টাকা কমবে। কিন্তু সেই নির্দিষ্ট পরিমানে টাকা রাখলে প্রতি বছর যে সূদ আসবে তা দিয়ে ব্যাংকের বাৎসরিক খরচ উঠে যায়।

কিনতে গেলে পাগল, বেঁচতে গেলে ছাগল

সন্ধ্যার সময় বোন বললো অমুকে ফোন করেছিল, কম্পিউটারের ব্যাপারে কি যেন বলবে। সেই অমুক আমাদের কাজিন। তবে কম্পিউটারের কথা শুনে আমি তেমন উৎসাহ দেখালাম না। অবশ্য তার কারণও আছে।

প্রাইম ব্যাংকের প্রাইমডিজি

প্রাইমডিজি সম্পর্কে জেনে একদিন সব কাগজপত্র, ছবি ইত্যাদির স্ক্যানড কপি নিয়ে বসলাম পিসির সামনে। আমার মনে হয়েছিলো ডিজিটাল যেহেতু, হয়তো বিকাশ / রকেট / নগদ এর মতো সব কিছুই ডিজিটালি সাবমিট করতে হবে। আমাকে কেবল নাম ঠিকানা নমিনি ইত্যাদি গৎবাধা সব জিনিস পূরন করতে হলো। কোন কাগজপত্র / ছবি সাবমিট করতে হলো না।

হ-য-ব-র-ল (৮)

আমার আজকের গল্পটি অবশ্য ছবির পিছনের গল্প না। বলা চলে পরের গল্প। ইদানিং বাসায় বসেই হাবিজাবি জিনিসের ছবি তুলছি। ক্যামেরা থেকে শুরু করে খাবার-দাবার সবই। বিকালে সাধারণত এক কাপ চা খাই, সাথে এক এক দিন এক আইটেম থাকে। কোন কিছু না থাকলে ড্রাই কেক তো আছেই। এ জিনিসটা অবশ্য আমার বেশ প্রিয়। চায়ের সাথে খেতে খেতে ৫/৬টা খেয়ে ফেলেছি এমনও হয়েছে। একদিন চা খাওয়ার আগে এই ড্রাই কেকের ছবি তুললাম। সাদা ব্যাকগ্রাউন্ডে নানা ভাবে সাজিয়ে, কখনও একটার উপর আরেকটা, কখনও বা পাশাপাশি রেখে। শেষে তুললাম ৩ টা বিস্কুট খাড়া ভাবে রেখে। একটার সাথে আরেকটা হেলান দিয়ে আছে। এই ছবিটাই আপলোড করলাম ফ্লিকারে।

বিনামূল্যে ভিডিও ক্লিপ

আজকাল অনেকেই ইউটিউব বা ফেসবুক ভিডিও তৈরী করছেন। নিজে ভিডিও তৈরী করার সময়ও ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দরকার হতে পারে ফিলার হিসাবে অথবা ভিডিও’র সৌন্দর্য্য বৃদ্ধির জন্য। আর এর জন্য রয়েছে নানা রকম ষ্টক ভিডিও সাইট। পেইড সাইট যেমন আছে, তেমনই আছে ফ্রি সাইট। এই সব ফ্রি ষ্টক ভিডিও সাইট থেকে ভিডিও ডাউনলোড করে আপনি খূব সহজেই ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে সাইটের নিয়মগুলি অবশ্যই পড়ে দেখবেন ভাল মতো। এক এক সাইট ভিডিও ব্যবহারের এক এক রকম  অনুমতি দিয়ে থাকে। কোনটি হয়তো ব্যবহারের জন্য কোন ক্রেডিট দিতে হয় না, কোনটি হয়তো ক্রেডিট দিতে হয় কিন্তু বাণিজ্যিক ব্যবহার করা যায় না। সুতরাং নিয়মমতো ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে কোন সমস্যা হবে না।

ছবি তৈরী

আমি ইউটিউবের বড় একজন ফ্যান, টিউটোরিয়াল টাইপের ভিডিও গুলোর। জানা অজানা নানা রকম বিষয় শিখছি, বলা ভাল শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত। বিশেষ করে ফটোগ্রাফির বিভিন্ন বিষয়গুলি সব সময়ই আকর্ষন করে। ইদানিং আবার ফটোশপ শেখার চেষ্টা করছি।

অন্তর্বাস

ইংরেজী আন্ডারওয়্যার বলতে আমরা এদেশে কেবল জাঙ্গিয়া বুঝে থাকি। কিন্তু পূরুষ-মহিলা নির্বিশেষে মূল পোষাকের নিচে যা পরে থাকেন সেটাই আন্ডারওয়্যার। অনেকে অবশ্য ইনারওয়্যার ও বলেন। আবার কেউ বা বলেন আন্ডারগার্মেন্টস। তবে এসবই সাধারণ অর্থে বলা। কাজ এবং ধরণ অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষে ব্যবহারকারী (পূরুষ / মহিলা) ভেদে ভিন্ন ভিন্ন অন্তর্বাসের এর ভিন্ন ভিন্ন নাম।

Flickr Explored

ইদানিং ফটোগ্রাফি

করোনা কালে বাইলে বের হচ্ছি কম। খূব একটা প্রয়োজন না হলে বেরই হচ্ছি না। ফলে ফটোগ্রাফিও তেমন ভাবে করা হচ্ছে না। কিন্তু বছরের শুরুতেই ঠিক করেছিলাম প্রতিদিন একটি করে ছবি তুলবো। করোনার কারণে সেটি রীতিমতো হুমকির মুখে। তবে আশার কথা হলো এই আগষ্ট মাস পর্যন্ত একটি করে ছবি আমার ফ্লিকার একাউন্টে আপলোড করেছি। তবে এর মধ্যে কিছু ফাঁকি আছে। কয়েকদিন আসলেই ছবি তুলি নাই। সে কয়দিন ফটোশপ অনুশীলনের ছবি দিয়েছি। আর ছিলো কয়েকটি মোবাইল ফটো।

বিনামূল্যে ছবি

অনেক সময়ই আমাদের নানা কাজে নানারকম ছবির প্রয়োজন হয়। সেটি হতে পারে কোন ব্যক্তিগত প্রকল্পের জন্য, হতে পারে ছোটখাট কোন বানিজ্যিক কাজের জন্য কিংবা কোন কিছু শেখা বা আয়ত্ব করার জন্য। আমি যেমন ইদানিং ফটোশপ শেখার চেষ্টা করছি। আর এ জন্য দরকার হয় নানা রকম ছবি। সব সময় চটজলদি এসব ছবি নিজে তোলা যায় না। আবার নানা প্রতিকুলতার কারণে হয়তো পছন্দসই ছবি্ তোলাও হয় না। অন্তর্জালে গুগল অনুসন্ধানে অজস্র ছবি পাওয়া যায়। সাধারণ অনুশীলনের জন্য হয়তো এসব ছবি ব্যবহারযোগ্য, তবে অন্য কোন কারণ থাকলে এসব ছবি আসলে ব্যবহার করা যায় না। কপিরাইটের ঝামেলা থেকেই যায়। ব্যবহার করতে চাইলে হয়তো মূল্যের বিনিময়ে আপনাকে ছবি সংগ্রহ করতে হবে। এজন্য প্রচুর ষ্টক ফটো / ভিডিও সাইট গড়ে উঠেছে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ছবি, ভিডিও ইত্যাদি কিনতে পারবেন।