ETTR = Expose To The Right নতুন একটা টেকনিক শিখলাম। এমনিতে জেনে এসেছি ফটোগ্রাফির সময় এক্সপোজার কিছুটা কম রাখা ভাল। কিন্তু পোষ্ট প্রসেসিং এর সময় এক্সপোজার বাড়ালে নয়েজও বেশ বেড়ে যায়। আবার সেই নয়েজ রিমুভ করতে গেলে ছবি আর শার্প থাকে না। উভয় সংকট বলা চলে। আর তাই এই ETTR পদ্ধতি।
ছবি তোলার সময় হিষ্টোগ্রাম খেয়াল করলে দেখা যাবে ছবি হয় বাম দিকে নয়তো ডান দিকে কিংবা মাঝামাঝি জায়গায় আছে। বাম দিকে থাকলে ছবি আন্ডার এক্সপোজড, ডান দিকে থাকলে ওভার এক্সপোজড। মাঝামাঝি থাকলে সেটি প্রোপার এক্সপোজার। ছবির শার্পনেস বাড়াতে হলে আলোর পরিমাণ বাড়াতে হবে। আর সেটি করতে হলে এপারচার বড় করতে হবে অথবা শাটারস্পিড স্লো করতে হবে অথবা আইএসও বাড়াতে হবে। আইএসও বাড়ালে আসলে আলো বাড়ে না, সেন্সরের সেনসিটিভিটি বাড়িয়ে কৃত্রিমভাবে আলোর পরিমাণ বাড়ানো হয়। আর এআইএসও বাড়ালে নয়েজও বাড়ে। আবার এপারচারের সাথে শার্পনেসের সম্পর্ক আছে।
ETTR এর ক্ষেত্রে হিষ্টোগ্রাম দেখে শাটার স্পিড স্লো করা হয়। এমনভাবে বাড়ানো হয় যাতে সেটি একেবারে ডানদিকের সীমানা স্পর্শ না করে। হাইলাইটস বেশী বেড়ে গেলে ক্লিপিং হয় মানে সেই অংশ এতোটাই সাদা হয়ে যায় যে সেখানকার কোন তথ্য আর থাকে না। মানে পোষ্ট প্রসেসিং এ এখানের কোন তথ্য উদ্ধার করা যাবে না।
সংক্ষেপে, ETTR মানে হলো ছবি তোলার সময় আলোর ডেটাকে বেশি করে সেন্সরে ক্যাপচার করা, নয়েজ কমানো এবং পোস্ট-প্রসেসিং-এ বাড়তি সুবিধা পাওয়া।

Photo Credit : ChatGPT
ফেসবুক মন্তব্য