ফেসবুকে ইদানিং @everyone অথবা @friends লিখে গণহারে সবাই’কে ট্যাগ করার সিস্টেম চালু হয়েছে। এতে গ্রুপ এডমিনদের ব্যাপক সূবিধা হলেও অনেকেই এই ট্যাগের কারনে বিরক্ত হচ্ছেন। এখন প্রশ্ন হলো এই ট্যাগ থেকে নিজেকে রক্ষা করার কি উপায়। উপায় খূব সহজ। চলুন দেখা যাক।
এ জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার সেটিংস এ। কিভাবে যাবেন ? এপ এ উপরের ডানদিকের কোনায় তিনটে ডট (…) বা প্রোফাইল পিকচার এর উপর ক্লিক করুন। নতুন পেজ আসলে সেখানে সেটিংস পাবেন।
এবার এই সেটিংস অপশনে ক্লিক করলে প্রোফাইল সেটিংস অপশন পাবেন
এবার খূঁজে নিন নোটিফিকেশন সেটিংস
এবার আপনাকে ক্লিক করতে হবে ট্যাগস অপশনে
এরপর Batch @everyone mention অপশনটি খূঁজে দেখুন। এরপাশের বাটনটি দিয়ে অপশনটি অফ করে দিন। আর কোন নোটিফিকেশন পাবেন না।
আশা করি কাজ হয়েছে। ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য