নয়-ছয় কারবার

অর্থনীতি / ব্যাংকিং যতই কম বুঝি না কেন, আমার জানা মতে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত হতে হলে সেখানে একজন প্রশাসক নিয়োগ করা হয় এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানের সব দায়-দেনা নিরুপন করা হয়। এরপর যোগ-বিয়োগ করে যা থাকে তা দিয়ে প্রথমে ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়, এরপর আসে বড় আমানতকারীদের প্রসঙ্গ। কেউ ই হয়তো তাদের আমানতের পুরো টাকা ফেরত পান না, তাই বলে এক কোটি টাকা রেখে কেউ এক লাখ টাকা নিয়ে বাসায় যান না। আমি নতুন আইনটি সম্পর্কে যতটুকু বুঝেছিলাম তাতে মনে হয়েছে ক্ষুদ্র আমানতকারীরা যাতে তাদের আমানতের পুরোটা বা সিংহভাগ ফেরত পেতে পারেন তার জন্য এই বীমা ব্যবস্থা। আর বড় আমানতকারীরা আইন মোতাবেক দায়-দেনা নিরুপনের পর তাদের টাকা শতকরা হিসাবে ফেরত পাবেন। কোন আর্থিক প্রতিষ্ঠান ডুবলে কম-বেশী সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, একমাত্র লুটেরা ঋণগ্রহীতারা ছাড়া। তারা হয়তো বিদেশে টাকা পাচার করে আনন্দেই থাকে।