শেয়ার বাজার

ট্রেডিং হাউজে বসে শেয়ার ব্যবসা করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা একান্তই আমার ব্যক্তিগত মত। আমার এই মতের কারণ হলো ট্রেডিং হাউজগুলো গুজবের আড্ডাখানা। আপনি বসবেন কেউ না কেউ আলাপ শুরু করবে অমুক শেয়ার তো সোনার খনি, কয়েক দিনের মধ্যেই কি খেলাটা হয় দেখবেন। কিংবা অমুক শেয়ার কি এখনও কিনেন নাই। করছেন কি ভাই। আপনার মতো বলদা তো দেখি নাই কখনও। কিনে ফেলেন ভাই। বোকামি কইরেন না। বেশীর ভাগ আমজনতা এসব খায় এবং গোগ্রাসে খায়। তারপর ধরাটা খায়। মার্কেট নিয়ে কোন লেখাপড়া করে না। কেবল গুজবের উপর ভিত্তি করে তারা শেয়ার কেনে আর বিক্রি করে। মাঝখান থেকে পুঞ্জিপাট্টা হওয়া হতে থাকে।