খাওয়া-দাওয়া

হাটতে গেলে ১২ নাম্বার সেক্টরের মুখে (শাহ মখদুম এভেনিউ) যেখানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, তার পাশেই দুটো ভ্যান দেখি। ভ্যান দুটোর অবস্থান সোনারগাঁ জনপথে। মাঝে মধ্যে অনেককেই দেখি ফুটপাতে পাতা চেয়ারে বসে খাচ্ছেন। একদিন আগ্রহ নিয়েই জানতে চাইলাম কি বিক্রি করছেন। জানালেন বট (ভুড়ি) আর গরুর মাংস। সাথে হাতে বানানো রুটি। বটের দাম ৬০ টাকা আর গুর মাংস ১২০ টাকা। রুটি ১০ টাকা করে। আমাকে দামদর করতে দেখে এক তরুণ বললো খেয়ে দেখতে। বেশ নাকি ভাল। সে মাঝে মধ্যেই এখানে বট আর ৪টি রুটি দিয়ে বিকালের নাশতা করে ফেলে। খরচ হয় ১০০ টাকা।