ফেসবুক ষ্ট্যাটাস – ০৪

খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলা হচ্ছে কেন ? বিদেশে গেলেই তিনি ভাল হয়ে যাবেন এ কথাই বা ভাবা হচ্ছে কেন ?
তার যেসব শারীরিক সমস্যা আছে বলে পত্রিকা গুলো রিপোর্ট করছে সেসব তো আমার আব্বা-আম্মার আছে / ছিলো। আমরা তো এই বাংলাদেশের হাসপাতাল বা ডাক্তারের উপর ভরসা করেই তাদের চিকিৎসা করিয়েছি এবং করছি।

স্বাস্থ্যসেবা – ২

খালেদা জিয়ার হয়তো বাসায় পরিচর্যা ঠিকমতো হচ্ছে না। তারপর রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় হয়তো পূর্ণ বিশ্রামেরও অবকাশ পাচ্ছেন না। এইসব কিছু ঠিকমতো হলে হয়তো তার অবস্থা বার বার খারাপ হতো না আর বিদেশ যাওয়ার আবদারও করা লাগতো না।