হ-য-ব-র-ল (১০)

আর সত্যি যদি তিনি মাইলষ্টোনের প্রাক্তন ছাত্র হয়ে থাকেন ? জিজ্ঞাসা করাটা ঠিক হবে না মনে হলো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়। এই করোনা কালে চাকরি হারিয়ে অনেকেকেই নানা রকম কায়িক শ্রমে টিকে আছেন বলে শুনতে পাই। ব্যাচেলর / মাষ্টার্স পাস করেও অনেকে রিকশা চালান বলে পত্রিকায় রিপোর্টও দেখেছি। চুপ করে থাকাই ভাল। কি দরকার একজনের কষ্টের কথা জিজ্ঞাসা করে তাকে মানসিক যন্ত্রনা দেয়ার।

ঘটনা, দুর্ঘটনা এবং মানসিকতা

আগুন লাগার পর শিল্পমন্ত্রী বলে ফেললেন আগুন লেখেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে। ভাবটা এমন তাতে কেমিক্যালের গুদাম সরানোর কথা আসে কেমন করে। তার কথার সুত্র ধরে এখন কেমিক্যাল ব্যবসায়ীরাও গোঁ ধরেছেন তারা এসব সরাবেন না। আগুন তো বিভিন্ন কারণেই লাগে বা লাগতে পারে, কিন্তু আশে-পাশে কেমিক্যাল কিংবা অন্য কোন দাহ্য পদার্থ থাকলে সেটা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে ২০১০ সালে নিমতলি এবং ২০১৯ সালে চকবাজারের মারাত্মক অগ্নিকান্ড চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিলো। তারপরও কিছু হার্মাদের হুশ হয় না। নিজের বা পরিবারের কারো ক্ষতি হয়নি বলেই তারা একই ভাবে আইন অমান্য করে যেতে আগ্রহী। তাদের কাছে টাকাটাই মূখ্য।