মহারাজ লজ

মহেড়া জমিদার বাড়ী

মহেড়া জমিদার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে ১৮৯০ সালে কালীচরণ সাহা প্রতিষ্ঠা করেন। কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা থেকে মহেড়া গ্রামে আসেন। তাদের পরবর্তী বংশধর ‘রায় চৌধূরী’ উপাধি গ্রহণ করেন। জমিদারি কাজের পাশাপাশি তারা পাট এবং লবণের ব্যবসা পরিচালনা করতেন। তাদের মালিকানায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিপুল জমি ছিল। দেশভাগ (১৯৪৭) ও স্বাধীনতা যুদ্ধের (১৯৭১) সময় তাদের বেশিরভাগ সদস্য ভারতে চলে যান। 

এমিউজমেন্ট পার্ক

ষ্টকহোম ডায়েরী (১৮)

উভের সাথে এক সাইন্স মিউজিয়ামে গিয়েছিলাম। সেখানে অনেক কিছু ছিলো, কিছু কিছু জিনিস হাতে কলমে পরীক্ষা করে দেখা যায়। এগুলো ছিলো খূব ইন্টারেষ্টিং। আমার একটির কথা এখনও মনে আছে। বিল্ডিং এর বাইরে দুটি ডিশ রাস্তার এমাথা ওমাথায় সেট করা ছিলো। দুটি ডিশ এর কেন্দ্রবিন্দু ছিলো একই উচ্চতায় এবং সরল রেখায়। দু’জন দুই ডিশের সামনে দাড়িয়ে সেই কেন্দ্র বরাবর কথা বললে একজন আরেকজনের কথা শুনতে পারতো। আমাদের চাইতে কম বয়সী দূজন ছেলে মেয়ে এটি নিয়ে দারুণ মেতে ছিলো। আমরাও একবার স্বল্প সময়ের জন্য সূযোগ পেয়েছিলাম।