ক্যাকটাসের ফুল

বেশ কয়েক বছর আগে আমার এক ক্যাকটাসে ফুল এসেছিলো। প্রতিদিন সকালে ফুটতো, সন্ধ্যায় বুজে যেতো। এভাবে মনে হয় ৩ দিন ফুটেছিলো। এরপর আর ফুটে নাই। কিছু দুন পর সেই ক্যাকটাসটি মরে যায়, অতিরিক্ত পানির কারণে ভিতরে পঁচে গিয়েছিলো। 

কন্টক মুুকুট

বাসায় আমার বেশ কিছু ক্যাকটাস আছে, তার মধ্যে এই গাছটির ২টি ভ্যারাইটি আছে। একটির কান্ড / ডালপালা অপেক্ষাকৃত মোটা এবং ফুল ও অপেক্ষাকৃত ছোট। অন্যটির কান্ড / ডালপালা অপেক্ষাকৃত মোটা এবং ফুলও কিছুটা বড়। মোটা কান্ডের গাছটি অতিরিক্ত বৃষ্টির পানির কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং এক সময় মরে যায়। তবে মরার আগে ডাল থেকে একটি চারা করতে পেরেছিলাম। চিকন কান্ডের গাছটি এখনও টিকে আছে। এই গাছটির ডাল থেকে ২টি আলাদা চারা করতে পেরেছি। মজার বিষয় হলো চারা ৪ ইঞ্চি থাকতেই এর ফুল এসেছে। 

ছাদ বাগান

সাম্প্রতিক ঘাটাইল সফরে যে ভাগ্নের বাসায় ছিলাম সে বাসায় চমৎকার একটি ছাদ বাগান আছে। বাসার কর্ত্রী আর তাদের দুই মেয়ে নিয়মিত এই ছাদ বাগানের পরিচর্যা করে। বাগানে ফুল গাছের পাশাপাশি কিছু ফলের গাছও আছে। সবচেয়ে বেশী অবাক হয়েছিলাম মাল্টা আর কমলা গাছ দেখে। আমি যেটাকে পেয়ারা মনে করেছিলাম পরে শুনি সেটা আসলে কমলা। ছাদে বড় করে টব তৈরী করে ফল গাছগুলি লাগানো হয়েছে। ফুল গাছগুলি সাধারণ প্লাষ্টিক টবে। দোতালার ছাদ (অর্ধেক) আর ৩ তলার ছাদ (অর্ধেক) জুড়ে এই বাগান।