এআই আর্ট জেনারেটর

দুই দিন আগে হঠাৎ করে ক্রেয়ন নামে আরেকটি আর্ট জেনারেটর এর খবর পেলাম। এটির কোন রেজিষ্ট্রেশন লাগে না। কেবল ওয়েব সাইট বা এপ ওপেন করে কিওয়ার্ড দিয়ে বাটন চাপলেই কাজ শুরু করে দেয়। এর মধ্যে অবশ্য বেশ কিছু বিজ্ঞপন দেখতে হয়। তবে ছবি জেনারেট করতে খূব বেশী হলে দুই মিনিট সময় লাগে, বেশীরভাগ ক্ষেত্রে মিনিট খানেকের মধ্যেই জেনারেট করে। এর ফটো রিয়েলিষ্টিক ছবিগুলোতে কিছু ডিস্টর্শন থাকে। হয়তো দেখা যাবে চোখ একটা বামে তো আরেকটা ডানে। কিংবা মুখ হয়তো বাঁকা। তারপরও দুই-একটা বেশ ভাল ছবিও পাওয়া যায়। 

এআই আর্ট জেনারেটর

এআই বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর কথা আমরা অনেকেই জানি। বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এটাও জানি। তবে ঠিক কোথায় কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে আমার জ্ঞান একেবারেই ভাসা ভাসা, মানে প্রায় নাই বললেই চলে। সেদিন গ্রাফিক্স ডিজাইনের উপর ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। সাজেশন হিসেবে হঠাৎ সামনে এলো এআই দিয়ে গ্রাফিক্স ডিজাইন টুলের একটি ভিডিও। সার্চ করে আরো কিছু ভিডিও পেলাম। অবিশ্বাস্য এক দূনিয়ায় প্রবেশ করলাম বলে মনে হলো।