ইংরেজী কথোপকথনে আমি কোন দিনই ভাল না। সব সময়ই মনে হতো (এবং এখনও হয়) পেটে বোমা মারলেও এক ছটাক ইংরেজী বের হবে না। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ার সময় আমাদের ইংরেজী পড়াতেন মিসেস জায়েদ, তাকে খূব ভয় পেতাম। কারণ স্কুলে এই ভদ্রমহিলা কোন ষ্টুডেন্টের সাথে ক্লাসে বা ক্লাসের বাইরে কখনও ইংরেজী ছাড়া কথা বলতেন না। আমি মোটামুটি ইয়েস, নো, ভেরি ওয়েল টাইপের ইংরেজী দিয়ে কাজ চালাতে চাইতাম ক্লাসে। বুঝতে বা লিখতে কোন সমস্যা ছিলো না, সমস্যা কেবল বলতে। মিসেস জায়েদ মনে হয় সেটা বুঝতে পেরেছিলেন। একদিন ক্লাসে বলছিলেন This boy has done his homework very nicely, but his English is poor. পরে বলেছিলেন আমি যেন ইংরেজী পত্রিকা পড়ি , তাতে ইংরেজী ভোকাবুলারী বাড়বে, সাথে উরেজীও উন্নত হবে। টেকনিক্যালি আমার ইংরেজী ভুল ছিলো না, কিন্তু পুরানো ধঁচের ইংরেজী লিখতাম বা বলতাম।