এমিউজমেন্ট পার্ক

ষ্টকহোম ডায়েরী (২২)

ষ্টকহোমে যাওয়ার পর তো কয়েকমাস লেগে গেলো সব কিছুর সাথে খাপ খাওয়াতে।  কয়েকমাস পর থেকেই শুরু হলো বাসা আর দেশ থেকে ডাক্তার দেখানোর চাপ।  শেষতক সবচেয়ে কাছের সরকারী মেডিকেল সেন্টারে গিয়ে একদিন নাম রেজিষ্ট্রেশন করলাম।  কিছুক্ষণ অপেক্ষার পর ডাক আসলো।  আমার কাছে কোন ধরণের মেডিকেল ডকুমেন্ট ছিলো না।  তাই নতুন করে কিছু টেষ্ট করা হলো।  এরপর ডাক্তারের সাথে আলাপের পালা।  তিনি শুরুতেই জানালেন যেহেতু আমার রেসিডেন্সি নাই, তাই কোন ধরণের সরকারী সূযোগ-সূবিধা পাবো না।  আমি তখন বললাম সেটা জানি, আমি আসলে আমার চোখের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই।  উনি হালকা পাতলা কিছু ব্রিফ করলেন।  তবে মূল কথা একটাই অপারেশন করে দেখতে হবে।  মানে দেশে যে তিমিরে ছিলাম, বিদেশে এসেও সেই তিমিরেই রয়ে গেলাম।