ডিজেআই অসমো পকেট

ডিজেআই অসমো পকেট

এখনও ঠিক সেভাবে ব্যবহার করা হয়নি। ফলে অনেক কিছুই বুঝতে বাকি আছে। প্রতিদিন না হলেও মাঝে মধ্যেই ইউটিউবে এক আধটা ভিডিও দেখছি। সেই সাথে যে টিপস / ট্রিক্স পাচ্ছি ঘরের মধ্যেই ট্রাই করে দেখছি। চুপি চুপি বলে রাখি, ঘরের মধ্যে হাটাও প্র্যাকটিস করতে হচ্ছে। এটা হাতে নিয়ে বেশী জোরে হাটলে দেখা যায় হাটার তালে তালে হাত উপরে-নিচে কিছুঠা উঠছে-নামছে। ভিডিও’তে পরে সেটাও বুঝা যায়। সুতরাং সঠিক ভাবে হাটতে হবে।

ডিজেআই অসমো পকেট

নতুন ক্যামেরা !?!

কেনার কথা ছিলো ফুলফ্রেম মিররলেস ক্যামেরা। তবে বিস্তর চিন্তা ভাবনার পর আপাতত সেই পরিকল্পনা সাময়িক ভাবে স্থগিত। তবে কিনবো, এবছর না হলেও আগামী বছর। এরই মধ্যে নাইকনের ক্রপড সেন্সরের মিররলেস জেড৫০ ক্যামেরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকার বাজারে আসতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে।

এর মধ্যে কয়েকদিন ধরে মিররলেস ক্যামেরা নিয়ে গুগল করছি, সাথে ইউটিউবে বিভিন্ন ধরণের রিভিউ দেখছি। দেখতে দেখতেই হঠাৎ করেই চোখ গেলে ডিজিআই এর বেশ কিছু প্রোডাক্ট এর দিকে।