কেনার কথা ছিলো ফুলফ্রেম মিররলেস ক্যামেরা। তবে বিস্তর চিন্তা ভাবনার পর আপাতত সেই পরিকল্পনা সাময়িক ভাবে স্থগিত। তবে কিনবো, এবছর না হলেও আগামী বছর। এরই মধ্যে নাইকনের ক্রপড সেন্সরের মিররলেস জেড৫০ ক্যামেরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকার বাজারে আসতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে।
এর মধ্যে কয়েকদিন ধরে মিররলেস ক্যামেরা নিয়ে গুগল করছি, সাথে ইউটিউবে বিভিন্ন ধরণের রিভিউ দেখছি। দেখতে দেখতেই হঠাৎ করেই চোখ গেলে ডিজিআই এর বেশ কিছু প্রোডাক্ট এর দিকে।