২০১৯ সালের ২১শে ফেব্রুয়ারীর আগের রাত্রে ঘটে গেলো আরেক ভয়বহ ঘটনা। চকবাজারে আগুন লেগে পুড়ে মারা গেলেন ৭৮ জন (এখন পর্যন্ত), অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ নিখোঁজ। ২০১০ সালের ৩রা জুন একই ধরণের অগ্নিকান্ডে মারা গিয়েছিলো ১১৯ জন। সঠিক পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করলে হয়তো চকবাজারের এই অগ্নিকান্ড ঘটতো না। ট্র্যাজেডি হলো সেসময় যে সরকার ক্ষমতায় ছিলো, এখনও সেই সরকার ক্ষমতায় আছে। সেবারো নানা প্রতিশ্রুতি ছিলো, বাস্তবায়ন হয়েছে কয়টি কেউ জানে না। তারপর শিল্প মন্ত্রী স্বয়ং বলেই ফেললেন পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা উচ্ছেদ সম্ভব না, কারণ তারা বংশ পরস্পরায় ব্যবসা করছে। তার ভাষ্যে আরো জানা গেলো অগ্নিকান্ডের সুত্রপাত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এবং সেখানে কোন কেমিক্যাল ছিলো না। প্রতি সরকারের আমলেই এক আধজন জোকার মন্ত্রী থাকেন, সদ্য নিয়োগ পাওয়া শিল্পমন্ত্রী সেটাই মনে করিয়ে দিলেন।