চীনা বাদাম

ছবি তৈরী

খেয়ে না খেয়ে একটি ডিএসএলআর ক্যামেরা কিনেছিলাম। আশা ছিলো ছবি তুলে ফাটিয়ে ফেলবো। দেখা গেলো ক্যামেরায় এইটা নাই, সেইটা নাই। ছবি মানসম্মত হয় না। কি আর করা। আবারও খেয়ে না খেয়ে নতুন আর এক মডেল। এবার ভিন্ন সমস্যা, পারিবারিক এবং ব্যক্তিগত কাজে এমনই ব্যস্ততা যে ক্যামেরা নিয়ে বের হওয়ার সূযোগ বড়ই সীমিত। ক্যামেরা, লেন্স আর বিভিন্ন একসেসরিজের দিকে তাকাই আর দীর্ঘশ্বাস ফেলি। আমার আর ছবি তুলে ফাটিয়ে ফেলা হয় না।

Color_balancing_girl

অটো হোয়াইট ব্যালান্স

ক্যামেরায় তো অনেক ধরণের সেটিংস থাকে, যার অনেকগুলো ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে একটি হলো হোয়াইট ব্যালান্স। আমাদের চারিদিকে বিভিন্ন ধরণের…