হ-য-ব-র-ল (১০)

আর সত্যি যদি তিনি মাইলষ্টোনের প্রাক্তন ছাত্র হয়ে থাকেন ? জিজ্ঞাসা করাটা ঠিক হবে না মনে হলো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়। এই করোনা কালে চাকরি হারিয়ে অনেকেকেই নানা রকম কায়িক শ্রমে টিকে আছেন বলে শুনতে পাই। ব্যাচেলর / মাষ্টার্স পাস করেও অনেকে রিকশা চালান বলে পত্রিকায় রিপোর্টও দেখেছি। চুপ করে থাকাই ভাল। কি দরকার একজনের কষ্টের কথা জিজ্ঞাসা করে তাকে মানসিক যন্ত্রনা দেয়ার।