স্ক্যামার

১০০ টাকার জিনিসে যদি ১০ টাকা লাভ হয় কেউ আপনাকে সেটা ১০ টাকা লস দিয়ে ৮০ টাকায় দিবে না। বড়জোর লাভের ৮ টাকা ছেড়ে দিয়ে ৯২ টাকায় দিতে পারে। ক্ষেত্র বিশেষে লাভ না করেও জিনিস বিক্রি করে। কোন আইটেম হয়তো পুরাতন হয়ে গেছে, বাজারে চাহিদা নাই, শুধূ শুধূ গোডাউনের ভাড়া গুনতে হচ্ছে – এসব ক্ষেত্রে সেসব জিনিস লসে ছেড়ে দিয়ে নতুন পণ্য নিয়ে আসে অনেকেই। তবে সেক্ষেত্রে নতুন পণ্য থেকেই হয়তো লস রিকভার করার ব্যবস্থা রাখা হয়।

দূর্নীতি

এই লোভকে কাজে লাগাতে তৎপর আরেক দল। তারা লোভীদের সাধারন নৌকায় সমূদ্র পাড়ি দিয়ে কিংবা হাজার হাজার মাইল হাটিয়ে ইউরোপ নিয়ে যেতে চায়। আরেক দল গাছ বিক্রির নাম করে কিংবা কনজিউমার আইটেম ৭০% ছাড়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা।