রাস্তা পারাপার

হ-য-ব-র-ল (৫)

বিদ্যমান ট্রাফিক আইন কঠোরভাবে মানা হলে সড়কে শৃঙ্খলা ফিরতে বাধ্য। একজন গাড়ী চালক যদি কয়েকদিন আইন অমান্যের জন্য কয়েক শত থেকে কয়েক হাজার টাকা জরিমানা দিতে বাধ্য হয়, সেই সাথে কয়েকবার আইন অমান্যের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেয়া হয় তাহলে সে এমনিতেই আইন মানতে বাধ্য হবে। সেই সাথে তার নিয়োগ কর্তাও সাবধান হবে এমন চালক নিযুক্ত করতে। আবার নিজেই নিজের গাড়ী চালালেও সে সাবধান হবে আইন সম্পর্কে। সুইডেনের চমৎকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে কথা বলার এক পর্যায়ে জনৈক সুইডিশ বলেছিলো ‘দুনিয়ার সব গাড়ী চালকই নিজেকে এফ১৬ এর পাইলট মনে করে। তাকে আকাশে উড়তে বাধা দেয়া হয় কেবল প্রচুর জরিমানা আর কঠোর আইন প্রয়োগের মাধ্যমে।’